Pegasus Spyware: 'ভারতীয় জনতা পার্টির নাম বদলে ভারতীয় জাসুস পার্টি করা উচিত', ফোন হ্যাকিং বিতর্কে কংগ্রেসের মুখপাত্র

Continues below advertisement

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala) বলেন, “মোদি সরকার রাষ্ট্রের সুরক্ষা নিয়ে খেলা করছে। মোদি সরকার রাহুল গাঁধীর মতো দেশের বিরোধী নেতাদের, একাধিক সাংবাদিকদের এবং বিভিন্ন সাংগঠনিক পদে আসীন ব্যক্তিত্বদের উপর নজর রেখেছে। ভারতীয় জনতা পার্টির নাম বদলে এবার ভারতীয় জাসুস পার্টি করে দেওয়া উচিত। দেশের লোক এখন বলছে, আবকী বার দেশদ্রোহী জাসুস সরকার। যেভাবে এই ঘটনা সামনে এসেছে, তাতে মনে হচ্ছে মোদি সরকার দেশের সংবিধানের ওপর আঘাত হেনেছে, আইন কানুনের উপর আঘাত হেনেছে, মৌলিক অধিকারের ওপর আঘাত হেনেছে।"

প্রসঙ্গত, হ্যাক হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোন। হ্যাক হয়েছিল প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ফোনও, স্পাইওয়্যার বিতর্কে দাবি 'দ্য ওয়্যার' -এর। আরও দাবি, 'রাহুল গাঁধীর দুটি ফোন নম্বরকেও টার্গেট করা হয়েছিল। স্পাইওয়্যারের তালিকায় রাহুল গাঁধীর (Rahul Gandhi) ২টি ফোন। টার্গেট ছিল রাহুলের কিছু সহযোগী, বন্ধুর ফোন নম্বরও।'

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram