Pegasus Spyware: দেশের ৩০০-র বেশি ভেরিফায়েড নম্বর ট্যাপ, ২০১৯ সালের লোকসভা ভোট পর্যন্ত চলেছিল ট্যাপিং, দাবি নিউজ ওয়েবসাইট 'দ্য ওয়্যার' -এর

Continues below advertisement

ফের নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ? "দেশের ৩০০-র বেশি ভেরিফায়েড নম্বর ট্যাপ (Phone Tapping) করা হয়েছে। তালিকায় রয়েছে মন্ত্রী বিরোধী দলের নেতাদের ফোন নম্বর। রয়েছে সরকারি আধিকারিক, বিজ্ঞানী, সমাজকর্মী, ব্যবসায়ীদের নম্বরও। দেশের ৪০ জনেরও বেশি সাংবাদিকের ফোন ট্যাপ করা হয়েছে। পেগাসাস স্পাইওয়্যারের (Pegasus Spyware) মাধ্যমে আড়ি পেতেছিল এক অজ্ঞাত সংস্থা। ফরেন্সিক পরীক্ষায় ফোনে আড়ি পাতার বিষয়টি প্রমাণিত," দামি নিউজ পোর্টাল 'দ্যা ওয়্যার'-এর। ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপ বিক্রি করে পেগাসাস স্পাইওয়্যার।  ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে নম্বরগুলিকে নিশানা করা হয়েছিল। ২০১৯ সালের লোকসভা ভোট পর্যন্ত চলেছিল ফোন ট্যাপিং। 

এই প্রসঙ্গে দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, "নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের কোনও সংস্থা অবৈধভাবে ফোন ট্যাপ করেনি। "

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram