PM Modi: 'পিএম আবাস যোজনায় দেওয়া ঘরে মহিলাদের ৮০ শতাংশ মালিকানা', ঘোষণা মোদির| Bangla News

Continues below advertisement

আজ মোদি (Narendra Modi) বলেন, "দেশে পিএম আবাস যোজনার যে ঘর দেওয়া হচ্ছে তার মধ্যে ৮০% ঘরের মালিকানা মহিলাদের দেওয়া হচ্ছে। অথবা জয়েন্ট মালিকানাধীন তাঁরা। স্ট্যাম্প ডিউটিতে মহিলাদের ২% ছাড় দেওয়া হচ্ছে। এটা খুব প্রশংনীয় নির্ণয়। আগে মহিলা, মা-দের নামে কিছুই ছিল না। এর জন্য আমাদের সরকার মালিকানার অধিকার মহিলাদের দিয়েছে।"

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram