PM Modi in Lok Sabha: 'করোনাকালে রাজনীতি', কংগ্রেস ও দিল্লি সরকারকে একযোগে আক্রমণ নরেন্দ্র মোদির | Bangla News

Continues below advertisement

"করোনার প্রথম ঢেউয়ে দেশে লকডাউন চলছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছিলেন যে যেখানে আছেন সেখানেই থাকুন। তখনও কংগ্রেস নেতারা মুম্বইয়ে স্টেশনে দাঁড়িয়ে শ্রমিকদের টিকিট দেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশ, বিহারে পরিযায়ী শ্রমিকদের ফিরতে উৎসাহ দেওয়া হয়েছিল। সেইসময় দিল্লির সরকার গাড়িতে মাইকে প্রচার করে বাড়ি ফিরতে বলেছিল। সেই কারণেই উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডে করোনা ছড়িয়ে পড়েছিল। মানবজাতির সঙ্কটের সময় এ কেমন রাজনীতি?" তিনি যোগ করেন, "কংগ্রেসের এই রাজনীতি শুধু আমি নয়, গোটা দেশ হতবাক। কংগ্রেস অপেক্ষা করছিল, করোনা মোদির ভাবমূর্তি কালিমালিপ্ত করবে। কংগ্রেস মহাত্মা গাঁধীর কথা বলে, তাহলে সেইসময় মানুষের পাশে দাঁড়ালে কী ক্ষতি হত?", লোকসভায় কংগ্রেসকে আক্রমণ মোদির (Narendra Modi)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram