PM Narendra Modi Varanasi Live: 'কীভাবে করোনাকে রুখতে হয়, দেখিয়েছে কাশী', বললেন প্রধানমন্ত্রী

বারাণসীতে (Varanasi) ১৫০০ কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। তিনি বলেন, "করোনা ভয়ঙ্কর  শক্তিতে হামলা করেছে। কিন্তু কাশী দেখিয়ে দিয়েছে কীভাবে সেই আক্রমণ রুখতে হয়। যেভাবে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে, তা অভূতপূর্ব। আগে ইচ্ছাশক্তির অভাবে ছোট সঙ্কটও বড় আকার ধারণ করত। করোনা গত ১০০ বছরে সবথেকে বড় মহামারী। কিন্তু করোনা (Covid) মোকাবিলায় উত্তরপ্রদেশের প্রচেষ্টা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। আজ উত্তরপ্রদেশ করোনার ধাক্কা সামলে নিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে যে পরিকাঠামো গড়ে উঠছে, তা ভবিষ্যতে করোনা মোকাবিলায় কাজে আসবে। উত্তরপ্রদেশে মেডিক্যাল কলেজের সংখ্যা ৪ গুণ বেড়ে গেছে। সাড়ে ৫০০ অক্সিজেন প্লান্ট তৈরি হয়েছে রাজ্যজুড়ে। কাশীতে পূর্বাঞ্চলের বৃহত্তম মেডিক্যাল হাব (Medical Hub) তৈরি হচ্ছে। করোনার সম্পূর্ণ শক্তিতে হামলা করেছে। কিন্তু কাশী দেখিয়েছে কীভাবে সেই আক্রমণ রুখতে হয়। উত্তরপ্রদেশে সবথেকে বেশি টিকাকরণ হয়েছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola