Power Crisis: বিদ্যুৎকেন্দ্রে কয়লার আকাল! ট্রেনের সংখ্যায় বড়সড় কাটছাঁট।Bangla News

Continues below advertisement

এই গরমে দেশে বিদ্যুত্‍-এর চাহিদা সর্বোচ্চ। গতকাল দেশে বিদ্যুত্‍-এর চাহিদা ছিল ২ লক্ষ ৭ হাজার ১১১ মেগাওয়াট। দুপুর ২.৫০ মিনিট নাগাদ এই চাহিদা তৈরি হয়। শুক্রবারও দেশের বিভিন্ন রাজ্যে দীর্ঘক্ষণ লোডশেডিং দেখা গিয়েছে। এমনিতেই বরাবরই এপ্রিলে বিদ্যুত্‍-এর চাহিদা বেশি থাকে। এবার সমস্যা বাড়িয়েছে বিদ্যুত্‍‍কেন্দ্রগুলিতে মজুত কয়লার অপ্রতুলতা। ১০ দিনের কয়লা মজুত আছে বিদ্যুত্‍‍কেন্দ্রগুলিতে, জানিয়েছেন মন্ত্রী প্রহ্লাদ জোশী। বিদ্যুত্‍‍কেন্দ্রগুলিতে কয়লা পৌঁছে দিতে ট্রেনের সংখ্যায় কাটছাঁট। মোট ৬৫৭টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। বেড়ানোর মরশুমে ৫০৯টি মেল বা এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত। বাতিল করা হয়েছে ১৪৮টি মেমুও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram