Prashant Kishor: 'জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি', মন্তব্য প্রশান্ত কিশোরের| Bangla News

Continues below advertisement

রাজনীতিতে কি এবার নতুন চমক? বৃহস্পতিবার গোয়ায় পৌঁছেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তৃণমূলের হয়ে ঘুঁটি সাজাচ্ছেন প্রশান্ত কিশোর। আর সেই প্রশান্ত কিশোরই আবার গোয়ার মাটিতে বসে কার্যত মোদির কৃতিত্বকে কুর্নিশ করলেন।  সওয়াল করলেন বিজেপির হয়ে। ফের একবার খোঁচা দিলেন কংগ্রেসকে। এবার তাঁর কটাক্ষের নিশানা রাহুল গাঁধী (Rahul Gandhi)। 

একটি সাক্ষাৎকারে ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেন,  "জিতুক বা হারুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি। যেভাবে কংগ্রেস ৪০ বছর ধরে রাজনীতিতে আছে, তেমনই বিজেপিও কোথাও চলে যাচ্ছে না। জাতীয়স্তরে ৩০ শতাংশের বেশি ভোট থাকা মানে খুব তাড়াতাড়ি বিজেপি (BJP) হারিয়ে যাবে না। সুতরাং মানুষ প্রবল আক্রোশে মোদিকে ছুঁড়ে ফেলে দেবেন, এই ভ্রান্ত ধারণায় বিশ্বাস রাখবেন না। হয়তো তাঁরা মোদিকে সরাবেন, কিন্তু বিজেপি থেকে যাবে। বিজেপি এখানেই থাকবে। আরও কয়েক দশক লড়াইও করবে। এখানে তাড়াহুড়োর কোনও ব্যাপার নেই। সম্ভবত এখানেই রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভাবনায় সমস্যা হচ্ছে। উনি ভাবছেন, কিছুদিনের মধ্যেই মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবে। এটা হবে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram