Puri Rathyatra 2021: পহণ্ডির পর রীতি মেনে সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথদেবের পথ পরিষ্কার করেন পুরীর রাজা
করোনা আবহে আজ রথযাত্রা। গত বছরের মতো এবারও ভক্তশূন্য পুরীর (Puri) রথযাত্রা। প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। এবার রথযাত্রায় অংশ নিচ্ছেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটিপিসিআর (RTPCR) টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি তিনটি রথ-জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷ প্রথমে পহণ্ডি৷ মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথে নিয়ে আসাকে স্থানীয় ভাষায় পহণ্ডি বলে৷ পহণ্ডির পর তিন বিগ্রহকে রথে তোলা হয়। প্রতিবারের মতো এবারও পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন৷ এই রীতিকে বলা হয় ছেড়া পহরা৷ নিরাপত্তার কথা মাথায় রেখে, পুরী শহরজুড়ে ১৪৪ ধারা জারি হয়েছে। যে রাস্তা ধরে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথ যাবে, সেই রাস্তা সংলগ্ন ছোট ছোট রাস্তাগুলিও আটকে দেওয়া হয়েছে। যে গতিতে নানা আচার-অনুষ্ঠান হচ্ছে তাতে খুব তাড়াতাড়িই রথযাত্রা শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।