Bengal Top Stories: সামান্য কমে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৯২৪, সঙ্গে অন্য খবর
ইতালির (Italy) ইলেকট্রিক শকে ছিন্নভিন্ন থ্রি লায়নস। টাই ব্রেকারে ইংল্যান্ডকে (England) ৩-২ গোলে হারিয়ে ইউরো সেরা ইতালি। ১২০ মিনিট শেষে ১-১ ফলে অমীমাংসিত ছিল ম্যাচ। আজ রথযাত্রা (Rathyatra)। এবারও ভক্তশূন্য থাকছে পুরীর (Puri) রথযাত্রা। শেষ মুহূর্তের প্রস্তুতি মাহেশেও (Mahesh)। করোনা (Corona) আবহে বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন। বিশেষ পুজোর আয়োজন তারাপীঠেও (Tarapith)। মালদার ইংরেজবাজারে শ্যুটআউট। তৃণমূল কর্মী নেপাল চৌধুরীকে লক্ষ্য করে দুই দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কী কারণে গুলি, খতিয়ে দেখছে পুলিশ। বাজেয়াপ্ত দুষ্কৃতীদের বাইক। হাওড়ার (Howrah) জগাছায় সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিবাহ। সরকারি চাকরি পাইয়ে দিয়ে প্রতারণা, অনলাইনে ইন্টারভিউ। থানায় অভিযোগ স্ত্রী-র, তদন্ত শুরু করেছে পুলিশ। মামলা রুজুর পরেও বেপরোয়া অভিযুক্ত। অভিনেত্রী প্রত্যুষা পালকে (Pratyusha Paul) একই অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ফের ধর্ষণের হুমকি। রাজ্যে সামান্য কমল করোনা সংক্রমণ। বাংলায় নতুন করে করোনা আক্রান্ত ৯২৪ জন। কমল মৃতের সংখ্যাও। লখনউয়ে (Lucknow) বড়সড় নাশকতার ছক বানচাল। এটিএসের (ATS) জালে দুই সন্দেহভাজন আলকায়দা জঙ্গি। উদ্ধার বিস্ফোরক। ধৃত দুই জঙ্গির হ্যান্ডলার পাকিস্তানি, এটিএস সূত্রে খবর।