Railways Levy: রেলবোর্ডের লেভি আদায়ের সিদ্ধান্তে বাড়তে পারে দূরপাল্লার ট্রেনের ভাড়া | Bangla News

Continues below advertisement

ঘুরপথে ভাড়া বাড়ানোর ভাবনা রেলের (Indian Railways)। রেল বোর্ডের তরফে দেশের সমস্ত জোনে পাঠানো হয়েছে চিঠি।  চিঠিতে উল্লেখ, স্টেশনের মানোন্নয়ন ও আধুনিকীকরণের জন্যে লেভি আদায় করা হবে। যাত্রীদের কাছ থেকেই নেওয়া হবে সেই লেভি। বিভিন্ন ট্রেনের ক্ষেত্রে আলাদা হারে লেভি আদায়ের ভাবনা রেলের। তবে শহর ও শহরতলির ট্রেনে বাড়বে না ভাড়া। দূরপাল্লার ট্রেনে ভাড়া বাড়ার সম্ভাবনা। খবর সূত্রের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram