Ram Mandir Corruption: রাম মন্দিরের জমি বেচাকেনায় দুর্নীতিতে নাম জড়াল অযোধ্যার মেয়রের ভাগ্নের
Continues below advertisement
রামমন্দিরের জমি বেচাকেনায় দুর্নীতির অভিযোগে এবার নাম জড়াল অযোধ্যার মেয়রের। অভিযোগ ২০ লক্ষ টাকার জমি তিন মাসের মধ্যে ২ কোটি ৩৬ লক্ষ টাকায় কেনে রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট। জমি দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে অযোধ্যার মেয়র হৃষিকেশ উপাধ্য়ায়ের ভাগ্নে দীপনারায়ণ উপাধ্য়ায়ের। যদিও দীপনারায়ণের দাবি, ট্রাস্ট ওঁনার কাছ থেকে দু'টো জমি কেনে। সেই দু'টোর জমির দাম বাবদ তাঁর অ্যাকাউন্টে জমা পড়ে সাড়ে তিন কোটি টাকা। অযোধ্যার মেয়রের আত্মীয়ের দাবি, জমির দাম ধরা হয় প্রতি বর্গফুট ১ হাজার ৪১২ টাকা। যা অন্য় জমির দামের তুলনায় কম। সূত্রের খবর, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জমির মালিকানা ছিল মোহান্ত দেবেন্দ্র প্রসাদ আচার্যর। ওই দিন দীপনারায়ণ উপাধ্যায় জমিটি ২০ লক্ষ টাকায় কেনেন। অভিযোগ, ১১ মে সেই জমি তিনি আড়াই কোটি ট্রাস্টকে বেচে দেন।
Continues below advertisement
Tags :
ABP Ananda Ayodhya Ram Temple ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Ayodhya Ram Temple Ram Mandir Corruption