Ram Mandir Land Contro: '২ কোটির জমি ১০ মিনিটে সাড়ে ১৮ কোটি!' রামমন্দির গড়তে জমি-দুর্নীতির অভিযোগ সপা-আপের

Continues below advertisement

Ram Mandir : সময়ের ব্যবধান মাত্র ১০ মিনিট। তাতেই জমির একটি অংশের দাম ২ কোটি থেকে বেড়ে দাঁড়ায় সাড়ে ১৮ কোটি টাকা। রাম মন্দিরের জন্য কেনা জমি নিয়ে দুর্নীতির এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল সমাজবাদী পার্টি ( Samajbadi Party ) এবং আম আদমি পার্টি ( AAP )। দাবি উঠেছে সিবিআই তদন্তের। রবিবার সাংবাদিক বৈঠকে সপা নেতা তেজনারায়ণ পাণ্ডে অভিযোগ করেন, গত ১৮ মার্চ সন্ধে ৭টা ১০-এ ২ কোটি টাকায় কেনা হয় ১২ হাজার ৮০ বর্গ মিটার জমি। ১০ মিনিট পর রাম জন্মভূমি ট্রাস্ট সেই জমি কেনে সাড়ে ১৮ কোটি টাকায়। একই অভিযোগ করেছেন আপ নেতা সঞ্জয় সিংহও। "আমাদের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ এসেছে। অভিযোগ নিয়ে আমরা ভাবিত নই। গোটা বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাব।" প্রতিক্রিয়া শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের মহাসচিব চম্পত রাইয়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram