Rathyatra in Puri: পুরীতে করোনা নেগেটিভ হলে তবেই রথ টানতে পারবেন পূজারী - সেবায়েতরা

করোনা (Corona) আবহে এবারও ভক্ত সমাগম ছাড়াই হবে পুরীর রথযাত্রা (Rathyatra)। গত বছরের প্রক্রিয়া মেনেই আগামী ১২ জুলাই রথের রশিতে টান দেবেন সেবায়েত ও পূজারীরা। করোনা নেগেটিভ হলে রথ টানতে পারবেন তাঁরা। জানাল মন্দির কর্তৃপক্ষ। গতবারের মতো এবারেও পুরীর রথযাত্রায় দেখা যাবে না চেনা ভিড়ের ছবি। এবারও ভক্ত সমাগম ছাড়াই রথযাত্রা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola