Newtown Encounter: বাবা আইন-রক্ষক, ছেলে কুখ্যাত দুষ্কৃতী! দেখে নিন জয়পাল ভুল্লারের অন্ধকার জগতে পা রাখার কাহিনি

চোখের সামনে পড়ে আছে গ্যাংস্টার ছেলের নিথর শরীর। বৃদ্ধ বাবা পঞ্জাব পুলিশের (Punjab Police) প্রাক্তন কর্মী এসেছেন ছেলে জয়পাল ভুল্লারের (Jaipal Bhullar) মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে। একসময় হ্যামার থ্রোয়িংয়ে পদক জয়ের লক্ষ্যে ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়েছিল জয়পাল। ধীরে ধীরে সেই ছেলে তলিয়ে যায় অপরাধের অন্ধকারে। বাবা পঞ্জাব পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর আর ছেলে কুখ্যাত গ্যাংস্টার। দশকের পর দশক পঞ্জাব যখন উত্তাল তখন কড়া হাতে আইনশৃঙ্খলা দমন করেছে, তার ছেলে কুখ্যাত গ্যাংস্টার হয়ে উঠল কী করে? 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola