Sedition Law: কেন্দ্রে ক্ষমতায় থাকা সব সরকারই এই আইনের সুবিধা উপভোগ করেছে: জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়।Bangla News

Continues below advertisement

কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইনে কোনও মামলা নয়, জানাল সুপ্রিম কোর্ট (The Supreme Court ) । এছাড়া, রাষ্ট্রদ্রোহ আইনে যাঁরা জেলে বন্দি রয়েছেন, তাঁরাও জামিনের জন্য আবেদন করতে পারবেন। জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই প্রসঙ্গে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম ব্রিটিশ সময়ের এই আইনের এই মুহূর্তে আদৌ কোনও প্রয়োজনীয়তা আছে কি না। কিন্তু যত সরকারই কেন্দ্রে এসেছেন তাঁরা কখনও এই আইনটা পরিবর্তিত, সংশোধিত করার বা একেবারে তুলে দেওয়ার কোন প্রয়োজনীয় মনে করে নি। যারা সখন সরকারে এসেছে তারা সবসময়ই এই আইনটি প্রয়োগ করেছে, যাতে তাদের বিরুদ্ধে কোনও গলা না তোলা হয়। ব্রিটিশ সরকারও তাই করত তাঁরাও ভারতীয়দের স্বর দমিয়ে দেওয়ার জন্য এই আইন ব্যবহার করেছে। এবং এখনকার এই সরকারগুলিও এই আইনটটি একই কারণে ব্যবহার করেছে বলে আমরা মনে করতাম।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram