Tushar Mehta: শুভেন্দুর সঙ্গে বৈঠক প্রসঙ্গে কী জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা?

Continues below advertisement

সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতার (Tushar Mehta) অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল। নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের তিন সাংসদ।  ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় এবং মহুয়া মৈত্রের তরফে মোদিকে ওই চিঠি পাঠানো হয়েছে। 

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তুষার মেহতার বৈঠক ঘিরে তুঙ্গে বিতর্ক। বিতর্কের জেরে সলিসিটর জেনারেল জানিয়েছেন, 'গতকাল না জানিয়ে আমার বাড়িতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমার দফতরের কর্মীরা শুভেন্দু অধিকারীকে বলেন অপেক্ষা করতে। আমার অন্য বৈঠকের পর আমার দফতরের কর্মীরা তাঁকে জানায় যে আমি তাঁর সঙ্গে দেখা করতে পারব না।' আজ বিধানসভার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "সলিসিটর জেনারেল তাঁকে সময় দেননি তাই তাঁর সঙ্গে দেখা হয়নি"। 

উচ্চ প্রাথমিকে নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ। ‘৭দিনের মধ্যে প্রাপ্ত নম্বর-সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে’।‘যাদের আবেদন খারিজ, তাদের নম্বর দিয়ে খারিজের কারণ দেখাতে হবে’।‘৭দিনের মধ্যে সম্পূর্ণ করে আসুন, প্রয়োজনীয় নির্দেশ দেব’।আগামী শুক্রবার হাইকোর্টে উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে ফের শুনানি

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram