Stan Swamy Passes Away: বন্দিদশাতেই স্টান স্বামীর মৃত্যু

Continues below advertisement

বন্দিদশাতেই মৃত্যু হল ৮৪ বছরের সমাজকর্মী স্টান স্বামীর। মৃত্যু হল মুম্বইয়ের বান্দ্রার একটি হাসপাতালে। ভীমা কোরেগাঁও মামলায় গ্রেফতার করা হয়েছিল স্টান স্বামীকে। সন্ত্রাস দমন আইনে গতবছর গ্রেফতার করা হয় স্টান স্বামীকে। বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন স্টান স্বামী। জেল থেকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। স্টান স্বামীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ রাহুল গাঁধীর। "বিচার ও মানবিকতা প্রাপ্য ছিল স্টান স্বামীর"
। ট্যুইট কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর

বাস ভাড়া নিয়ে ময়দানের টেন্টে বৈঠকের পরে নবান্নে ফের বৈঠক। নবান্নে পরিবহন মন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে বাস মালিক সংগঠনের বৈঠক। "আপাতত বাসের ভাড়া বাড়ানো যাবে না। বিকল্প খুঁজুন। অক্টোবর পর্যন্ত রোড ট্যাক্স মুকুব করবে রাজ্য সরকার। বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যসচিব। এমনই খবর সূত্র মারফত। বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। আগে রাস্তায় বাস নামান। তারপর ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনা। 

আজ দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙচুর করা হয় তৃণমূল (TMC) উপপ্রধান হাকিবুল ইসলামের গাড়ি। পঞ্চায়েত অফিসেও ভাঙচুর করার অভিযোগ উঠেছে জমিরক্ষা কমিটির বিরুদ্ধে। রাস্তা অবরোধ করেন জমিরক্ষা কমিটির সদস্যরা। রাস্তার উপর ফেলে দেওয়া হয় বিদ্যুতের খুঁটি। জমিরক্ষা কমিটির বিরুদ্ধে অভিযোগ, তারা উপপ্রধান হাকিবুল ইসলাম ও প্রধানের উপর হামলা করেন। মারধর করারও অভিযোগ উঠেছে। অন্যদিকে, জমিরক্ষা কমিটির অভিযোগ, সাধারণ মানুষ ১০০ দিনের কাজের বিষয়ে জানতে যান। সেখানে তাঁদের উপর চড়াও হয় তৃণমূল। সেখান থেকেই বচসা ও হাতাহাতি শুরু হয়। জমিরক্ষা কমিটির নেতা মুসারফ হোসেন বলেন, "পঞ্চায়েত অফিসে যা হয়েছে তা আমরা জানি না। সেটা সাধারণ মানুষ ও পঞ্চায়েতের মধ্যে হয়েছে। কিন্তু আমাদের কমিটির কয়েকজনকে অন্যায়ভাবে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা প্রতিবাদ করছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram