Sugar Price: কমতে পারে চিনির দাম, রফতানির সীমা বেঁধে দিল কেন্দ্র।Bangla News
Continues below advertisement
দেশে ভোজ্য তেলের পর এবার চিনির দামও কমার সম্ভাবনা। চিনি রফতানিতে রাশ টানতে চলেছে কেন্দ্র। ৩১ অক্টোবর পর্যন্ত চিনি রফতানিতে জারি থাকবে নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশে জোগান বাড়িয়ে দামে রাশ টানতে চিনি রফতানির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। ১ জুন থেকে বছরে তা বেঁধে দেওয়া হয়েছে ১ কোটি মেট্রিক টনে। এর পাশাপাশি, সয়াবিন ও সূর্যমুখী তেলে ২ বছর আমদানি শুল্ক লাগবে না বলে জানিয়েছে কেন্দ্র। এর ফলে ভোজ্য তেলেরও দাম কমার সম্ভাবনা।
Continues below advertisement
Tags :
Central Government ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ কেন্দ্রীয় সরকার Sugar Price Sugar Export Control Oil Price Drop