Congress Meet: সংসদের অন্দরের রণকৌশল ঠিক করতে, বিরোধীদের বৈঠক ডেকেছে কংগ্রেস, যোগ দিল না তৃণমূল
Continues below advertisement
আদানি ইস্যুতে দেশজুড়ে আজ পথে নামছে কংগ্রেস। দেশের সব জেলায় জীবন বিমা নিগম ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখার সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস। অন্যদিকে, সংসদ ভবন চত্বরে বিরোধীদের ধর্না শুরু। সংসদের অন্দরের রণকৌশল ঠিক করতে, বিরোধীদের বৈঠকও ডেকেছে কংগ্রেস। কিন্তু সেই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। এরই মধ্যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ইঙ্গিতপূর্ণভাবে ট্যুইটে লিখেছেন, সোমবার ৬ ফেব্রুয়ারি থেকে, যখন রাষ্ট্রপতির অভিভাষণের ওপর সংসদের ২ কক্ষে বিতর্ক চলবে, সেই সময় মোদি সরকারকে চেপে ধরার সুযোগ রয়েছে। ভাল করে নজর রাখুন। যদি কোনও বিরোধী দল সংসদ অচল করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে তাদের সঙ্গে তলে তলে বিজেপির আঁতাঁত রয়েছে। তৃণমূল বিতর্ক চায়। সংসদ অচল করতে চায় না
Continues below advertisement