Rahul Gandhi: আজ আমি মস্তিস্ক দিয়ে নয় হৃদয় দিয়ে বলব: রাহুল গাঁধী। ABP Ananda Live

Continues below advertisement

'ভয় পাবেন না আজ আমি আদানিজীকে নিয়ে বলব না','আজ আমার বক্তব্য অন্য প্রসঙ্গে', ' আজ আমি মস্তিস্ক দিয়ে নয় হৃদয় দিয়ে বলব',' আজ আমি আপনাদের সেভাবেও আক্রমণ করব না',' দু-একটা গোল হয়তো দেব, কিন্তু সেভাবে আক্রমণ করব না', ' গতবছর আমি কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত যাত্রা করেছিলাম',' প্রথমে আমি হয়তো নিজেই নিশ্চিতভাবে জানতাম না কেন এই যাত্রা করছি',' কিন্তু কিছুদিন পরে আমি ধীরে ধীরে বুঝতে লাগলাম',' যার জন্য আমি মরতে পারি, মোদিজীর জেলেও যেতে রাজি আছি সেটা বুঝতে শুরু করলাম', 'প্রথম দু-তিনদিনের মধ্যেই আমার মধ্যে যে অহঙ্কার ছিল তা চূর্ণ হয়ে গেল', ' তখন আমার প্রতিদিন ভয় লাগত পরেরদিন চলতে পারব কিনা', ' কিন্তু তখন প্রতিদিন কোনও না কোনও শক্তি আমাকে সাহায্য করত', ' লক্ষ লক্ষ মানুষ এভাবে আমাকে শক্তি দিয়েছে', 'এত মানুষ আসতেন যে আমি আর কথা বলতাম না, দরকার হত না',' শুধু আওয়াজ শুনতাম, ভারত জোড়ো ভারত জোড়ো আওয়াজ', 'কৃষক, শ্রমিক, ধনী, দরিদ্র সব মানুষের আওয়াজ', সংসদে অনাস্থা আলোচনায় বললেন রাহুল গাঁধী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram