Tripura: 'TMC বর্গীর সংস্কৃতি অনুসরণ করে, বাঙালির সংস্কৃতি জানে না', আক্রমণে বিজেপি | Bangla News
পুরভোটের আগে দফায় দফায় উত্তপ্ত ত্রিপুরা। সায়নী ঘোষের গ্রেফতারি থেকে তৃণমূলের উপর একের পর এক আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপি বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে ক্রমাগত সুর চড়াচ্ছে ঘাসফুল শিবির। ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে বারবার আক্রমণ শাণাচ্ছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা। পাল্টা জবাব দিতে দেরি করেনি গেরুয়া শিবিরও।
আজ বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি বলে, "যিনি উপনির্বাচনে আমার রাজ্য সভাপতির বাড়ির সামনে মরা কুকুর ফেলে আসবেন এবং প্রার্থীদের ফেরে ফেলার হুমকি, ধমক দিচ্ছেন তাঁদের থেকে আপনারা ভাল কিছু আশা করবেন না। আমাদের গৌরবের বাংলাকে তৃণমূল কংগ্রেস (TMC) ধ্বংস করে দিয়েছে। বাংলাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। বাঙালির গৌরবকে ফিরিয়ে আনতে হবে। লজ্জা হয় তৃণমূলের প্রতি। তৃণমূল আমাদের মুখ্য়মন্ত্রীকে তুই তোকারি করে কথা বলে। প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি লাগিয়ে ঘোরানোর কথা বলে। উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীর কপ্টারকে নামতে দেয়নি। ভোটের পর লক্ষ লক্ষ মায়েদের ধর্ষণ করেছে। কোন কালচারের কথা বলছে! এটা বাঙালির কালচার না, বর্গীদের কালচার।"