Tripura TMC: 'সায়নীর বিরুদ্ধে মামলা যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা প্রমাণিত', মন্তব্য কুণাল ঘোষের | Bangla News

Continues below advertisement

আগরতলার আদালত থেকে জামিন পেলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। খুনের চেষ্টার অভিযোগে গতকাল গ্রেফতার করা হয় তাঁকে। ২ দিনের পুলিশ হেফাজতের আর্জি খারিজ হয়ে যায়। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "সায়নীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, তা ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেটা আমাদের আইনজীবীরা আদালতে প্রমাণ করে দিয়েছেন। সায়নী এখন জামিনে মুক্ত। আদালত চত্বরেই আমরা সকলে রয়েছি। এখানেও আমরা নিরাপত্তার ব্যবস্থার দাবি জানাচ্ছি।" একইসঙ্গে জামিন পেয়ে সায়নী ঘোষ বলেন, "আজ হোক বা কাল, সত্যের জয় অবশ্যম্ভাবী। মহামান্য আদালতকে ধন্যবাদ জানাতে চাই আর সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব। লড়াই এখনও বাকি রয়েছে।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram