Noida Twin Tower Demolition: ধুলোর চাদরে ঢাকল এলাকা, দূষণের আশঙ্কায় নয়ডাবাসী। Bangla News
নয়ডায় অপারেশন ডিনামাইট। ধূলোয় মিশল ‘দুর্নীতির’ তাসের ঘর!! সুপ্রিম কোর্টের নির্দেশে কয়েক সেকেন্ডে মাটিতে মিশে গেল নিয়ম ভেঙে মাথা তুলে দাঁড়ানো নয়ডার সুপারটেক টুইন টাওয়ার। অপারেশন ডিনামাইটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বেআইনি দুই বহুতল অ্যাপেক্স ও সিয়ান। ৩২ তলার অ্যাপেক্সের উচ্চতা ছিল ১০৩ মিটার। আর ৩০ তলার সিয়ানের উচ্চতা ছিল ৯৭ মিটার।
দুর্নীতির জোড়া প্রাসাদ ধূলিসাৎ হওয়ার পর ধুলোর ঝড় উঠল নয়ডার সেক্টর 93A-তে। রাস্তা থেকে গাছপালা, ধুলোর চাদরে ঢাকল আশপাশের এলাকা। দূষণের আশঙ্কায় নয়ডাবাসী। স্মগগান দিয়ে ধুলো সরিয়ে হোসপাইপ ব্যবহার করে জল ছেটানোর কাজ চলছে।
দুর্নীতির টুইন টাওয়ার ভাঙার আগে আশেপাশের আবাসনের প্রায় দেড় হাজার বাসিন্দাকে ৩ ঘণ্টার মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়।
সন্ধে সাড়ে ৬টার পর তাঁদের ফের আবাসনে ফেরানোর কাজ শুরু হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে।