Twitter Looses Legal Shield: কেন্দ্রের সঙ্গে সংঘাতের জের, আইনি রক্ষাকবচ হারাল ট্যুইটার

Continues below advertisement

ভারতে আইনি রক্ষাকবচ হারাল ট্যুইটার (Twitter)। তথ্যপ্রযুক্তি আইনে পাওয়া ছাড় হারাল ট্যুইটার। সরকারি নিয়ম না মানায় আইনি রক্ষাকবচ খারিজ করল কেন্দ্রীয় সরকার। ২৫ মে থেকেই রক্ষাকবচ খারিজ বলে জানানো হয়েছে। অশান্তিতে ইন্ধনের অভিযোগে গাজিয়াবাদে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার কারণে কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকার-ট্যুইটার সংঘাত জারি ছিল। সরকারি গাইডলাইন মানার সবরকম চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram