Maharastra: অঙ্কের দিক থেকে দুর্বল হচ্ছেন উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে জোট সরকার

Continues below advertisement

মহারাষ্ট্রে (Maharastra) ঘোর সঙ্কটে জোট সরকার। যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৩৭ জন বিধায়ক। ৯ জন নির্দল বিধায়ক ও বিজেপি-র (BJP) ২ জন বিধায়ক রয়েছেন। অর্থাত্‍, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৪৮ জন বিধায়ক। শুধু তাই নয়, শিণ্ডের দাবি, আরও ৮ জন বিধায়ক তাঁর শিবিরে আসছেন। এঁদের মধ্যে রয়েছেন শিবসেনার (Shiv Sena) ৩ ও নির্দলের ৫ বিধায়ক।  আরও এক শিবসেনা বিধায়ক ভাস্কর যাদবের মোবাইল ফোন সুইচড অফ। ফলে তিনিও বিক্ষুব্ধ শিবিরে যোগ দিলেন কি না, তা নিয়ে সন্দেহ উদ্ধব শিবিরে।  শিবসেনার অভ্যন্তরীণ শক্তির পাল্লা একনাথ শিণ্ডের দিকে ঢলে পড়ার পর মহারাষ্ট্রের ঠাণে ও রায়গড়ে তাঁর পোস্টার পড়তে শুরু করেছে। বাল ঠাকরের সঙ্গে তাঁর পরিবারের কেউ নয়, একনাথের ছবি দিয়ে পোস্টার পড়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram