UP Bus Accident: সম্ভলে দু'টি বাসের সংঘর্ষে নিহত ৭

Continues below advertisement

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভলে দু'টি বাসের সংঘর্ষে (UP Bus Accident)মৃত্যু হল সাতজনের। আহত হন বেশ কয়েকজন। আজ সকালে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। 

বিয়ের আগে নয়, বিয়ের বহুদিন পর আটজন মহিলার অ্যাকাউন্টে পড়েছে রূপশ্রী প্রকল্পের টাকা। রাজ্য সরকারের প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠল বীরভূমের নলহাটিতে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিডিও (BDO)। 

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হল এক শিশু-সহ একই পরিবারের তিন সদস্যের। নিখোঁজ আরও চারজন। কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি। গতকাল মান্ড গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে যায় বেশ কয়েকটি বাড়ি। অন্যদিকে মহারাষ্ট্রের চেম্বুর এবং ভিক্রোলিতে দেওয়াল ও বাড়ি ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫। রাতভর বৃষ্টিতে আবারও বানভাসি মুম্বই। কোনও কোনও জায়গায় রাস্তায় কোমরসমান জল। রেললাইন ডুবে যাওয়ায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা। দিল্লিতেও প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন। বিপর্যস্ত যান চলাচল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram