UP Election 2022: প্রথম দফার বিধানসভা ভোটে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ৮ শতাংশ | Bangla News

Continues below advertisement

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আজ প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১১টি জেলার ৫৮টি আসনে ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ৮ শতাংশ। ৬২৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ২ কোটি ২৭ লক্ষ ভোটার। জাঠ প্রভাবিত পশ্চিম উত্তরপ্রদেশের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে মেরঠ, মথুরা, মুজফ্ফরনগর, বাগপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, আগরা, গৌতমবুদ্ধ নগর। গত বিধানসভা ভোটে এই ৫৮টি আসনের মধ্যে বিজেপি একাই ৫৩টিতে জিতেছিল। সমাজবাদী পার্টি (Samajwadi Party) এবং বহুজন সমাজ পার্টি (BSP) দুটি করে আসন পেয়েছিল। একটি আসন গিয়েছিল রাষ্ট্রীয় লোকদলের হাতে। প্রথম দফার ভোটে উত্তরপ্রদেশের ৬ জন মন্ত্রীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে। ১০ মার্চ ফল ঘোষণা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram