Uttarakhand Avalanche: তুষারধস বিপর্যয়ের মধ্যেই তুঙ্গে রাজনৈতিক তরজা

Continues below advertisement

উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলিতে তুষার ধসে বিপর্যস্ত জনজীবন। রবিবার সকালে জোশীমঠের কাছে নন্দাদেবী হিমবাহ ভেঙে তুষার ও কাদা গোলা জলে ভেসে গেছে একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত তপোবন-বিষ্ণুগর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। তপোবনের ধৌলিগঙ্গা থেকে উদ্ধার হয়েছে ১৪টি মৃতদেহ। সেনা ও বায়ুসেনা ছাড়া উদ্ধারকার্যে নেমেছে ITBP ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও অন্তত ১৭০ জন নিখোঁজ বলে দাবি স্থানীয় প্রশাসনের। এই প্রাকৃতিক বিপর্যয় নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। বিজেপি নেত্রী উমা ভারতীর (Uma Bharti) দাবি, তিনি পূর্বেই উত্তরাখণ্ডের জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কে সরব হন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। এই বিপর্যয়ে সবরকম সাহায্যের আশ্বাস রাষ্ট্রপুঞ্জের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram