Uttarakhand Rain: মৃতের সংখ্যা ৪৬, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরাখণ্ডে আজ অমিত শাহ| Bangla News

Continues below advertisement

উত্তরাখণ্ডে প্রবলবৃষ্টি ও প্লাবনে মৃতের সংখ্যা ৪৬ ছুঁল। গত ২ দিন ধরে ভয়ঙ্কর বর্ষণ বিপর্যস্ত দেবভূম। নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। National Disaster Response Force (NDRF) ইতিমধ্যেই উদ্ধার করেছে বহু মানুষকে। আজ দেবভূমে পরিস্থিতি দেখতে যাচ্ছেন অমিত শাহ। এরপর তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বিপর্যয় মোকাবিলা নিয়ে। উত্তরাখণ্ডে বিপর্যস্ত এলাকা আকাশপথে ঘুরে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার (DGP Ashok Kumar )জানান, জলস্তর আগের থেকে নেমেছে। কিন্তু বহু রাস্তা এখনও খোলেনি। তিনি বলেন, ''কিছুটা সময় লাগবে পরিস্থিতি আয়ত্ত্বে আনতে। হাজার হাজার মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে এনেছে SDRF, NDRF ও পুলিশ। এদিকে টানা বৃষ্টিতে নৈনিতাল লেকের জল রাস্তায়। এর জেরে নৈনিতালের বহু রাস্তা, বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। বদ্রিনাথে জাতীয় সড়কে জলের তোড়ের মধ্যে একটি গাড়িতে কয়েকজন আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram