Covid-19 vaccination: শুরুতেই কাটল তাল, কো-উইন অ্যাপ বসে বন্ধ টিকাকরণ

Continues below advertisement

তৃতীয় পর্যায়ের টিকাকরণের শুরুতেই বিপত্তি। বসে গেল কো-উইন অ্যাপ (Covin App)। অসংখ্য মানুষ একসঙ্গে নাম নথিভুক্ত করার জেরেই অ্যাপ ক্রাশ করেছে। অ্যাপ ঠিক না হওয়া পর্যন্ত টিকাকরণের কাজ হবে না। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রককে বিষয়টি জানানো হয়েছে। নাকাল হচ্ছেন আম জনতা। সমস্যা দেখা দিয়েছে টিকাকরণের সিরিঞ্জ নিয়েও। করোনার ভ্যাকসিনের জন্য প্রয়োজন বিশেষ ধরনের সিরিঞ্জ। সরকার শুধু টিকা দিয়েছে, সিরিঞ্জ নয়। খোলা বাজারে এই সিরিঞ্জ বিক্রি হয় না। তাই বিপাকে বেসরকারি হাসপাতালগুলি।

 

 

 

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram