Venkaiah Naidu's Twitter: ট্যুইটারে আজব ছবি, বেঙ্কাইয়া নাইডুর অ্যাকাউন্ট থেকে উধাও নীল টিক, শুরু নতুন বিতর্ক

Continues below advertisement

কেন্দ্রের সঙ্গে সংঘাতের মধ্যেই বিতর্কে ট্যুইটার। মাইক্রো ব্লগিং সাইট  ট্যুইটারকে শেষ সুযোগ দিল কেন্দ্র। নিয়ম না মানলে কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। নতুন আইটি (IT) নীতি নিয়ে কেন্দ্রের সঙ্গে আইনি লড়াই চলছে সংস্থার। তার মধ্যেই শনিবার সকালে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিকের সুবিধা সরিয়ে নেয়  সংস্থা। এর পাশাপাশি মোহন ভাগবত-সহ একাধিক সংঘ নেতার অ্যাকাউন্ট থেকে নীল টিক বা যাচাই করা অ্য়াকাউন্টের চিহ্ন সরিয়ে নেয় ট্যুইটার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram