Vicky-Katrina Wedding: বিবাহবন্ধনে আবদ্ধ ভিকি-ক্যাটরিনা, চলছে নৈশভোজের অনুষ্ঠান | Bangla News

Continues below advertisement

বিবাহবন্ধনে আবদ্ধ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বারওয়াড় ফোর্টে একসূত্রে বাঁধা পড়ল দুই পরিবার, সূত্রের খবর। লাল রঙের পোশাকে বধূবেশে ক্যাটরিনা, সাদা শেরওয়ানিতে ভিকি কৌশল। খোলা বাগানে হয় এই বিয়ের অনুষ্ঠান। বারোয়ারা ফোর্টের ডিজে লাইট লাগানো হয়েছে। হচ্ছে পার্টি। নৈশভোজের অনুষ্ঠান শুরু হয়েছে। ৭৫ রকমের সবজি থেকে শুরু করে ৭০ রকমের মিষ্টি রয়েছে আইটেমে। কোভিড পরিস্থিতির তারকা সমাগম খুব একটা না হলেও পরিবারের লোকজন উপস্থিত রয়েছেন। আলিয়া ভাটের আসার কথা রয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram