India Vs Pakistan War: নৌ সেনাপ্রধান, বায়ুসেনা প্রধানের পর আজ প্রতিরক্ষাসচিবের সঙ্গে বৈঠকে মোদি

ABP Ananda Live: পরপর তিনদিন বৈঠকে প্রধানমন্ত্রী। নৌ সেনাপ্রধান, বায়ুসেনা প্রধানের পর আজ প্রতিরক্ষাসচিবের সঙ্গে বৈঠকে মোদি। কাশ্মীরে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখাল ভারত! বাগলিহারে বাঁধ সাফাইয়ের জন্য চন্দ্রভাগার জল কিছুক্ষণ বন্ধ করল দিল্লি। নদীখাত শুকনো, ওপারে আতঙ্ক। টানা ১১ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি। প্রত্যুত্তর ভারতের। ত্রাল-অনন্তনাগে কয়েকজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার পাকড়াও, চলছে জিজ্ঞাসাবাদ। পুঞ্চের সুরানকোটে জঙ্গি ঘাঁটির হদিশ। উদ্ধার ৫টি IED, পাউডার জাতীয় বিস্ফোরক। ফের হামলার ছক? ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। বৈসরন উপত্যকা সংযোগকারী ৫৪টি রাস্তা নজরে। জঙ্গলে ঢাকা দুর্গম রাস্তায় CRPF, জম্মু কাশ্মীর পুলিশের তল্লাশি। এই এলাকাতেই হামলাকারী জঙ্গিরা লুকিয়ে আছে বলে সন্দেহ। নৌসেনা প্রধানের পর বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির। ১২ দিন পার, কবে পহেলগাঁও হামলার বদলা? ফুঁসছে গোটা দেশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola