BJP News : পাকিস্তানী নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবীতে অবস্থান বিক্ষোভ বিজেপির যুব মোর্চার

ABP Ananda Live : পাক নাগরিকদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠানোর দাবি। আলিপুরে জেলাশাসকের কার্যালয় অভিযান বিজেপির । পাকিস্তানী নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবীতে অবস্থান বিক্ষোভ বিজেপির যুব মোর্চার। গেট বন্ধ করে দেওয়ায় বাইরে বসে স্লোগান।

জম্মু-জুড়ে জারি হাই অ্যালার্ট, পাল্টা দিতে প্রস্তুত ভারত! কোন এলাকা থেকে হানবে আঘাত?

পহেলগাঁওকাণ্ডের পর প্রত্যাঘাতে প্রস্তুত ভারত। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। শহরজুড়ে আঁটসাঁট নিরাপত্তা। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিল্ডিং, নিরাপত্তা সংস্থার দফতর এবং জেলগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। টানা ১১ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণরেখার ওপার থেকে কাশ্মীর উপত্যকার ৮টি জায়গা--কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দরবনি, আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola