Yoga Day New App: বিশ্বজুড়ে যোগাসনকে ছড়িয়ে দিতে আসছে নতুন অ্যাপ, ঘোষণা প্রধানমন্ত্রীর

Continues below advertisement

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ‘M যোগা’ (M Yoga) অ্যাপের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারত সরকার, রাষ্ট্রসঙ্ঘ (United Nations) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যৌথ উদ্যোগে এই অ্যাপ প্রস্তুত করছেন। আজ একটি ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত চেয়েছিল যোগবিজ্ঞান যেন সমগ্র বিশ্বে সুলভ হোক। তাই রাষ্ট্রসঙ্ঘে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আজ ভারত রাষ্ট্রসঙ্ঘ এবং WHO-র সঙ্গে মিলে M যোগা অ্যাপ তৈরি করছে। এই অ্যাপে সাধারণ যোগ প্রোটোকলের ভিত্তিতে যোগ প্রশিক্ষণের ভিডিও পৃথিবীর বিভিন্ন ভাষায় পাওয়া যাবে।’ প্রসঙ্গত, দেশজুড়ে আজ পালিত হচ্ছে যোগ দিবস। লাদাখ ও গালওয়ানে যোগ দিবস পালন করলেন সেনা জওয়ানরা। পাশাপাশি অন্যান্য জায়গাতেও যোগব্যায়াম করে এই দিনটি পালন করেন সেনা জওয়ানরা। অন্যদিকে দেহের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বয়সীরা যোগ দিবস পালন করেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram