ভারত-চিন মেজর জেনারেল পর্যায় বৈঠকেও অধরা সমাধান সূত্র
ভারত চিন সংঘাতের আবহে দুই দেশের মেজর জেনারেল পর্যায় বৈঠক। অধরা সমাধান সূত্র। পূর্ব লাদাখে গালোয়ান উপত্যাকায় চিনের নৃশংস আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পরে জম্মু কাশ্মীর থেকে ভারতীয় সেনা লাদাখ সীমান্তের দিকে এগোচ্ছে। পাশাপাশি উত্তরখন্ড থেকে লাদাখ রওনা দিয়েছেন আইটিবিপি জওয়ানরা। এইদিকে গতকাল ভারত চিন দুদেশের মেজর জেনারেল পর্যায় ৩ ঘণ্টা বৈঠক হয়, কিন্তু কোন সমাধান সূত্র বের হয়নি বলে সূত্রের খবর।