রাজ্যে ফিরল লাদাখ সংঘর্ষে নিহত রাজেশ ওরাং-র মৃতদেহ, শেষশ্রদ্ধা অনুব্রত-আশিসের

লাদাখে চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে নিহত রাজ্যের বাসিন্দা দুই  জওয়ানের মৃতদেহ ফিরল বায়ুসেনার বিশেষ বিমানে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে বায়ুসেনার ঘাঁটিতে সন্ধে সাড়ে ৭টার কিছু পরে এসে পৌঁছয় নিহত জওয়ান রাজেশ ওরাংয়ের মৃতদেহ। তাঁর বাড়ি বীরভূমের মহম্মদবাজারে। রাতে মৃতদেহ রাখা হয়েছে পানাগড়ে সেনাবাহিনীর হাসপাতালে। সেনা সূত্রে খবর, আগামীকাল ভোর ৫টায় সেনা কনভয় মৃতদেহ নিয়ে মহম্মদবাজারের উদ্দেশে রওনা দেবে। পানাগড়ে নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে বিকেলে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বিজেপির দুই সাংসদ  লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খান, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কমিশনার ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক। অন্যদিকে, রাত সওয়া ৯টা নাগাদ আলিপুরদুয়ারের হসিমারা বিমানঘাঁটিতে বিশেষ বিমানে নিয়ে আসা হয় লাদাখে নিহত আরেক জওয়ান বিপুল রায়ের মৃতদেহ। তাঁরও মৃতদেহ আজ সেনা কনভয়ে নিয়ে যাওয়া হবে শামুকতলার বাড়িতে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola