বিয়ের কথা থেকে স্বেচ্ছাবসর! সমস্ত স্বপ্ন অপূর্ণ রেখেই লাদাখে নিহত হলেন বাংলার দুই জওয়ান
Continues below advertisement
একজন ঠিক করেছিলেন আগামী বছর স্বেচ্ছাবসর নেবেন। আরেকজনের চলতি মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের কাছে যে সবার আগে দেশ! আর সেই দেশকে রক্ষা করতে গিয়েই চিনা সেনার হাতে প্রাণ গেল বাংলার দুই জওয়ানের। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য ও পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার।
Continues below advertisement
Tags :
Two Jawans Martyred India China War Border Bipul Roy Rajesh Orang Indo-China Conflict India China ABP Live Abp Ananda Birbhum