সীমান্ত সমস্যা মেটাতে চিন-ভারত দুই দেশই আলোচনা চায়, জানালেন প্রতিরক্ষামন্ত্রী
সীমান্ত সমস্যা মেটাতে দুই দেশই আলোচনা চায়, বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আমরাও চেষ্টা করব, আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানোর। বিরোধী দলের সমস্ত নেতাকে বলব, ঠিক সময় আমরা সবাইকে সবটা জানাব, চিন ইস্যুতে জানালেন রাজনাথ সিং।
Tags :
Defense Minister Rajnath Singh International Affair Sino-India Border China Rajnath Singh Abp Ananda India