মালবাজারে ফাঁদে চিতাবাঘ, একইসঙ্গে হাতির হানাও

জলপাইগুড়ির মালবাজারের গুড হোপ চা বাগানে গত কয়েকদিন ধরেই হানা দিচ্ছিল চিতাবাঘ। চিতাবাঘ ধরতে খাঁচা পাতে বন দফতর। এদিন সকালে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। অন্যদিকে, মালবাজারেরই লিস লিভার চা বাগানে হানা দেয় শাবক সহ ১২টি হাতির একটি দল। হাতিগুলি গরুমারা অভয়ারণ্য অথবা চাপড়ামারির জঙ্গল থেকে বেরিয়ে এসেছে বলে বন দফতরের অনুমান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola