করোনা: বিশ্বজুড়ে বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, বেড়েছে দৈনিক সুস্থতাও
বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণ। বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যাও। করোনায় এপর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৩ লক্ষ ৩৬ হাজার ৬৭০ জনের। আক্রান্ত ৫ কোটি ৫৫ লক্ষ ৪৭ হাজার ৮৩৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২১ হাজার ৬৩। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫৬ লক্ষ ৪৪ হাজার ৯৫৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৩৪ হাজার ৬৮৫। আমেরিকা ও ব্রাজিলে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আমেরিকায় দৈনিক মৃত্যু বাড়লেও, কমেছে আক্রান্তের সংখ্যা। সেখানে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৮ হাজার ৪২৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১ হাজার ২২৭। মোট আক্রান্ত ১ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার ৫৬৩।একদিনে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার ৫৮২। ব্রাজিলে বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৬৯৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লক্ষ ১১ হাজার ৭৫৮। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ২৯৪ জন।