করোনা: বিশ্বে আক্রান্ত ১ কোটি ৭ লক্ষ ছুঁই ছুঁই, সুস্থ ৫৪ লক্ষ ৫১ হাজার ৩০৯ জন

Continues below advertisement

বিশ্বে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ, ১৫ হাজার ৫০৪ জনের। আক্রান্ত ১ কোটি ৬ লক্ষ ৫৩ হাজার ৯৮৭। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৫৪ লক্ষ ৫১ হাজার ৩০৯ জন।

সংক্রমিত ও মৃতের সংখ্যা আমেরিকাতেই সবচেয়ে বেশি। ওই দেশে মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ২৮ জন। আক্রান্ত ২৬ লক্ষ ৮৩ হাজার ৮৯৪। আমেরিকায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে ব্রাজিল। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৬০ হাজার ৬৩২ জনের। সংক্রমিত ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৩ জন। ব্রিটেনে নোভেল করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৯৯১ জনের। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৪ হাজার ৯৯২।

ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৮৮ জনের। আক্রান্ত ২ লক্ষ ৪০ হাজার ৭৬০। ফ্রান্সে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬৪ জনের। আক্রান্ত ২ লক্ষ ২ হাজার ৯৮১। স্পেনে মৃতের সংখ্যা ২৮ হাজার ৩৬৪। সংক্রমিত ২ লক্ষ ৪৯ হাজার ৬৫৯ জন। মেক্সিকোয় করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৬৯ জনের। আক্রান্ত ২ লক্ষ ৩১ হাজার ৭৭০। রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ৫২১। আক্রান্ত ৬ লক্ষ ৫৩ হাজার ৪৭৯ জন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram