ব্রিটেনে নতুন প্রজাতির করোনা সংক্রমণের পর রাজ্যের সতর্কতামূলক পদক্ষেপ, চলছে নতুন প্রজাতির ভাইরাসের জিন সনাক্তকরণে নিয়মিত জেনোমিক সিকোয়েন্সিং করার ভাবনা
ব্রিটেনে নতুন প্রজাতির করোনা সংক্রমণের জেরে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, নতুন প্রজাতির ভাইরাসের জিন সনাক্তকরণে নিয়মিত জেনোমিক সিকোয়েন্সিং করার জন্য ভাবনাচিন্তা করছে স্বাস্থ্য দফতর। এনিয়ে গতকাল স্বাস্থ্য দফতরে বৈঠক হয়। ব্রিটেন থেকে আসা ২ বিমানযাত্রী করোনা আক্রান্ত হওয়ায়, তাঁদের ক্ষেত্রে ভাইরাসের জেনোমিক সিকোয়েন্সিং করা হচ্ছে। এই পরীক্ষার কাজ হবে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ জেনোমিক স্টাডিজে। সূত্রের খবর, এরপর তিন ধরনের পরিস্থিতিতে জেনোমিক সিকোয়েন্সিং করা হবে। প্রথমত, যারা ব্রিটেন থেকে এসেছেন। দ্বিতীয়ত, যারা দ্বিতীয়বার সংক্রমিত হয়েছেন। তৃতীয়ত, সবরকম উপসর্গ থাকা সত্ত্বেও যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর জেনোমিক সিকোয়েন্সিং হবে যাদবপুরের আইআইসিবি ও কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ জেনোমিক স্টাডিজে।