Pfizer-BioNTech Corona Vaccine: ব্রিটেনে টিকাকরণ শুরু আগামী সপ্তাহেই, ভারত কখন ছাড়পত্র দেয় অপেক্ষায়, মন্তব্য ডা. দীপ্তেন্দ্র সরকারের
চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর বিশ্বে প্রথম ব্রিটেনের বাজারে আসছে Pfizer Bio-Intech ভ্যাকসিন। টিকাকরণ শুরু আগামী সপ্তাহে, জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। অপেক্ষায় আছি, ভারত কখন ছাড়পত্র দেয়, মন্তব্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের। অবশেষে হাতে আসছে করোনা ভ্যাকসিন। বিশ্বের ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে সবাইকে পিছনে ফেলে দিল Pfizer Bio-Intech।
বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা প্রতিষেধকের জন্য ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী টুইটার হ্যান্ডলে লিখেছেন,
'অবশেষে দারুণ খবর!
Medicines and Healthcare products Regulatory Agency বা MHRA Pfizer-BioNTech-এর ভ্যাকসিন প্রয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে। যার ফলে মানুষের জীবন এবং দেশের অর্থনীতি নতুন করে উজ্জীবিত হয়ে উঠবে।'
Tags :
Pfizer Bio-Intech Pfizer Bio-Intech Vaccination Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Bangla News Live Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Corona UK Abp Ananda India Corona Vaccine