Cattle and Coal Smuggling:গরু-কয়লায় ‘প্রভাবশালী-যোগ’, BSF কমান্ডান্ট সতীশ কুমারের মুখে আর কার নাম?

Continues below advertisement

এ যেন সর্ষের মধ্যেই ভূত! আইন রক্ষা করা যাঁদের কাজ, তাঁদেরই নাম উঠে আসছে গরু এবং কয়লা পাচারের মতো বেআইনি কাজকর্মে! সিবিআই সূত্রে দাবি, গরু পাচারকাণ্ডের তদন্তে BSF, কাস্টমস এবং রাজ্য পুলিশের আধিকারিকদের নাম উঠে এসেছে।

অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডেও কেন্দ্রীয় সংস্থা ECL-এর আধিকারিকদের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি।  গরু পাচারকাণ্ডে ধৃত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে বুধবার আসানসোলের আদালতে তোলা হয়। সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, এই বেআইনি কারবারে BSF, কাস্টমস এবং রাজ্য পুলিশের একাধিক অফিসার জড়িত। এর মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে ডাকা হয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে। BSF-এর কাছে কিছু নথি চাওয়া হয়েছে। সতীশ কুমারের শ্বশুরের অ্যাকাউন্টের মাধ্যমে ১৩ কোটি টাকা এবং তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট কাজে লাগিয়ে ৪ কোটি টাকা তছরুপ করা হয়েছে। সতীশ কুমার জামিন পেলে তিনি তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram