এখনও দ্রুত হারে আমেরিকা ও লাতিন আমেরিকায় ছড়াচ্ছে সংক্রমণ, এর মধ্যেই লকডাউন শিথিল করার রাস্তায় হাঁটছে নিউ ইয়র্ক ও রিও ডি জেনেইরো
Continues below advertisement
এখনও দ্রুত হারে আমেরিকা ও লাতিন আমেরিকায় ছড়াচ্ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে ধীরে ধীরে লকডাউন শিথিল করার রাস্তায় হাঁটছে আমেরিকার নিউ ইয়র্ক শহর ও ব্রাজিলের রিও ডি জেনেইরো। ব্রাজিলে হু-হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রিও ডি জেনেইরো-তে যখন কোভিড পরীক্ষার জন্য লম্বা লাইন পড়ছে, তখন গির্জা, গাড়ির শো-রুম, ঘর সাজানোর সামগ্রী বেচাকেনার মতো দোকানও খুলে গিয়েছে সেখানে। পাশাপাশি, এখনও বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে আমেরিকা। নিউ ইয়র্কে সংক্রমণের হার সবথেকে বেশি হলেও, সেখানে ধাপে ধাপে লকডাউন তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
Continues below advertisement