করোনা: বিশ্বে বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণ! স্বস্তি দিয়ে বাড়ল দৈনিক সুস্থতাও
বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণ, সুস্থতা। দৈনিক মৃত্যু বাড়ল প্রায় ৬০ শতাংশ। ২১ শতাংশ বাড়ল দৈনিক সুস্থতা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১২ লক্ষ ১১ হাজার ৯৯৬ জনের। আক্রান্ত ৪ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার ৩৭৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭২২ জনের। গতকাল দৈনিক মৃতের সংখ্যা ছিল ৪ হাজার ৭৭৪। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪ লক্ষ ৬২ হাজার ৮৭১। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ৩৭ হাজার ৫৬৬। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ৮ হাজার ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ লক্ষ ৭৯ হাজার ৬১৮। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২ লক্ষ ১৮ হাজার ৮৯১। করোনার প্রকোপ সবথেকে বেশি আমেরিকা ও ব্রাজিলে। আমেরিকায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। সে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩২ হাজার ৫২৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১ হাজার ৪৩। মোট আক্রান্ত ৯৩ লক্ষ ৭৬ হাজার ২৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৯৩ হাজার ৯৩১। অন্যদিকে, ব্রাজিলে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। ব্রাজিলে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ২৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের। মোট আক্রান্ত ৫৫ লক্ষ ৫৪ হাজার ২০৬ জন। একদিনে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫০১ জন।