স্বস্তি বাড়িয়ে কমল বিশ্বে দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

Continues below advertisement

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমল।

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ লক্ষ ১৮ হাজার ৫৩০ জনের। একদিনে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৪। গতকালের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭ হাজার ৬০৭। বৃহস্পতিবার সেই সংখ্যা ছিল ৫ হাজার ৬১৯।

করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯২ লক্ষ ৬৬ হাজার ৪০৬। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন, ২ লক্ষ ৭০ হাজার ৩৯৮। শুক্রবার সেই সংখ্যা ছিল ২ লক্ষ ৮৫ হাজার ৩৪০। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৪০ হাজার ৮৩৪।

তবে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৪৯১। একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯২ হাজার ৬৫৬। শুক্রবার দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৬৮৫।

আমেরিকা ও ব্রাজিল এখনও করোনায় মৃত ও আক্রান্তের নিরিখে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।

আমেরিকায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫২। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৬২ জনের। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৬০। অর্থাত্‍, শুক্রবারের তুলনায় শনিবার দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে।

আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লক্ষ ২৮ হাজার ৮০২। একদিনে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৬৮৭। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৭৮৭। অর্থাত্‍, শুক্রবারের তুলনায় শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে।

ব্রাজিলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৫৭২। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৯। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২৩৭।
মোট আক্রান্ত ২৯ লক্ষ ৬২ হাজার ৪৪২ । একদিনে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ২৩০। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ হাজার ১৩৯ ।
ব্রাজিলেও দৈনিক মৃত ও আক্রান্তের সংখ্যা শুক্রবারের তুলনায় শনিবার কমেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram