'বন্ধু ট্রাম্প' এর করোনা, আরোগ্য কামনায় ট্যুইট মোদির, লিখলেন ...
Continues below advertisement
ভোটের মুখে করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট। সংক্রমিত ট্রাম্পের স্ত্রী মেলানিয়াও। নিজেই ট্যুইট করে সংক্রমণের কথা জানিয়েছেন ট্রাম্প। সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন নরেন্দ্র মোদি।
শুক্রবার পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের দেশে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭ হাজার ৭৭১ জনের। একদিনে মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। মোট আক্রান্ত ৭২ লক্ষ ৭৬ হাজার ৯৩৮।। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ হাজার ৬১৯। দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হলেও, ব্যক্তিগত স্তরে করোনাকে আমলই দিতেন না মার্কিন প্রেসিডেন্ট। মাস্ক পরাতেও তাঁর অনীহা ছিল। আক্রান্ত হওয়ায় পিছনে ট্রাম্পের অসতর্কতাকে দায়ী করেছেন চিকিৎসকরা। টুইট করে ট্রাম্প জানিয়েছেন, ফ্লোটাস (ফার্স্ট লেডি অব দ্য ইউনাইটেড স্টেটস) এবং আমি কোভিড পজিটিভ। দু’জনেই কোয়ারেন্টিনে যাচ্ছি। এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসব, আশা করি।
শুক্রবার পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের দেশে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭ হাজার ৭৭১ জনের। একদিনে মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। মোট আক্রান্ত ৭২ লক্ষ ৭৬ হাজার ৯৩৮।। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ হাজার ৬১৯। দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হলেও, ব্যক্তিগত স্তরে করোনাকে আমলই দিতেন না মার্কিন প্রেসিডেন্ট। মাস্ক পরাতেও তাঁর অনীহা ছিল। আক্রান্ত হওয়ায় পিছনে ট্রাম্পের অসতর্কতাকে দায়ী করেছেন চিকিৎসকরা। টুইট করে ট্রাম্প জানিয়েছেন, ফ্লোটাস (ফার্স্ট লেডি অব দ্য ইউনাইটেড স্টেটস) এবং আমি কোভিড পজিটিভ। দু’জনেই কোয়ারেন্টিনে যাচ্ছি। এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসব, আশা করি।
Continues below advertisement