Farmers' Protest: সোশাল মিডিয়ায় কৃষকদের সমর্থনে রিহানা থেকে গ্রেটা থুনবার্গ
কৃষক আন্দোলন রুখতে দুর্গে পরিণত করা হয়েছে দিল্লিকে। রাজধানীর তিন সীমানায় বসানো হয়েছে পেরেক, কাঁটাতার, ব্যারিকেড। যদিও কেন্দ্রের দাবি, তারা কৃষি আইন সংশোধনের জন্য তৈরি। এরই মধ্যে অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময় দেওয়ার কথা জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। সরকার কৃষকদের প্রস্তাবে রাজি না হলে, দেশজুড়ে ৪০ লক্ষ ট্র্যাক্টর নিয়ে র্যালি হবে বলে ঘোষণা করেছেন তিনি।
অন্যদিকে, কৃষক আন্দোলন সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। কৃষকদের সমর্থনে ট্যুইট করেছেন পপস্টার রিহানা। ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে একটি লিঙ্ক উল্লেখ করে রিহানা ট্যুইটার হ্যান্ডলে লেখেন, কেন আমরা এই বিষয়ে কথা বলছি না?
একই ইস্যুতে মুখ খুলেছেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। তাঁর ট্যুইট, ভারতের কৃষক আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।
দিল্লির সীমানায় সিঙ্ঘুতে কৃষকদের অবস্থানস্থলকে ঘিরে ব্যারিকেড তৈরি করেছে দিল্লি পুলিশ। রাস্তায় ছড়ানো হয়েছে বড় বড় পেরেক। এই সাজো সাজো রব দেখে ট্যুইটে প্রধানমন্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। তাঁর ট্যুইট, প্রধানমন্ত্রীজি, কৃষকদের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করলেন?